ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ০:৪৫:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

বছরজুড়ে গাজীপুর: কাকলি ফার্নিচার থেকে কাশিমপুর কারাগার 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেখতে দেখতে চলে যাচ্ছে আরেকটি বছর। কড়া নাড়ছে নতুন বছর ২০২২। চলমান বছরে কাশিমপুর কারাগার আর ভাইরাল ইস্যুতে দেশ-বিদেশে গাজীপুর ছিল আলোচনা শীর্ষে। 

কাকলী ফার্নিচার:
‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ মাত্র ৬ শব্দের একটি ট্যাগলাইন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে তোলপাড় চলেছে নেট দুনিয়ায়। এক কথায় ওই ট্যাগলাইন ছিল ভাইরাল। করোনা মহামারির সময়ে অনেকে ঠাট্টা করে একে ‘কাকলী ভাইরাস’ নামেও অভিহিত করেছেন!


বিজ্ঞাপনটি স্থানীয়ভাবে প্রচারের পরপরই জনপ্রিয়তা পেতে শুরু করে। যদিও নেট দুনিয়ায় বিজ্ঞাপনের ট্যাগলাইন হাস্যরসাত্মক হিসেবে মিম তৈরির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ কাকলী ঘোষ দস্তিদারের নামের সঙ্গে বিজ্ঞাপনটি জড়িয়ে ট্রল করা হলে এটি সবার নজরে আসে। গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, বিজ্ঞাপনটি কয়েক মিলিয়ন ভিউ হয়েছে।

‘শিশু বক্তা’ রফিকুল:
৮ এপ্রিল  র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে এ মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানো হয়। ১১ এপ্রিল গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল আইনে মামলাটি দায়ের করেছেন।  তারপর থেকে রফিকুল ইসলামকে রিমান্ডসহ জেল হাজতে পাঠানো ছিলো দেশের আলোচিত ঘটনা। 

হেফাজত নেতা মামুনুল:
দেশের আলোচিত ঘটনায় ১১ মে রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হকসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়, সেটিও ছিল বহুল আলোচিত। 


সাংবাদিক রোজিনা:
সরকারি নথি সরানোর অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ১৮ মে ২টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে আলোচনায় ছিলেন কবে মুক্তি পাবেন রোজিনা ইসলাম। এরপর ২৩ মে রোজিনাকে জামিন দেন আদালত। জামিন আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছালে বেলা সোয়া ৪টার দিকে তাকে মুক্ত করে দেওয়া হয়।

পরীমনি:
দেশজুড়ে আলোচনার তুঙ্গে ছিল চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি মহিলা কেন্দ্রীয় কারাগার নেওয়া হয়েছে ও জামিন মঞ্জুর। ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রিজন ভ্যানে পরীমনিকে কারাগারে আনা হয়। ২৬ দিন পর ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সে মুক্তি পায়। পরীমনি মুক্তি পাবেন— এই খবরে ভোর থেকে কারাফটকে উৎসুক মানুষ ভিড় করেন। এটি ছিল দেশের অন্যতম আলোচিত একটি বিষয়। 

মেয়র জাহাঙ্গীর আলম:
২২ সেপ্টেম্বর ৪ মিনিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায়, ঘরোয়া আলোচনায় মেয়র তার ঘনিষ্ঠ কারও সঙ্গে কথা বলছেন। সেখানে তার কথায় স্পর্শকাতর অনেক বিষয় ছিল।  যা নিয়ে আপত্তিকর মন্তব্য উঠে আসে।  এতে গাজীপুর আওয়ামী লীগের একটি অংশ মেয়রকে দল থেকে বহিষ্কারের দাবি তোলে। ১৯ নভেম্বর আ.লীগের ওয়ার্কিং কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২৫ নভেম্বর সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম গাজীপুর সিটি মেয়রকে বরখাস্ত করেন।

এ ছাড়াও টঙ্গীর মাজার বস্তি, মিটগেটের বস্তির আগুন; খুন, সড়ক দুর্ঘটনা, ছাত্র ও বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ এবং যানজটে বছরজুড়ে গাজীপুর ছিল আলোচিত-সমালোচিত।